ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় কালিগঙ্গা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেক্যু দিয়ে মাটি কাটার অপরাধে ৫জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।
সাজাপ্রাপ্তরা হলেন, শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামের আফতাব মাহমুদ চঞ্চল ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা সুলাইমান, সুমন, গৌরব ঘোষ, ও ফারুক।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় কালিগঙ্গা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেক্যু দিয়ে মাটি কাটার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে আফতাব মাহমুদ চঞ্চলকে ৩ মাস বিনাশ্রম ও সুলাইমান, সুমন, গৌরব ঘোষ, ফারুক প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সেই সাথে ৩টি মাটিবাহী ট্রাক জব্দ করা হয়।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপ-পরিদর্শক অসিম বিশ্বাস বলেন, মাটিকাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রাপ্ত ৫জন আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, জমির শ্রেণি পরিবর্তন, অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি কেটে নেয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.