ঢাকার দোহারের পদ্মা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাছ ও জাল জব্দ করেছে।
সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন। সহযোগিতা করেন কুতুবপুর নৌ-পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে নৌকা ফেলে জেলেরা পদ্মার চরের নির্জন কাঁশ বনে পালিয়ে যায়। নৌকা থেকে জাল ও মাছ জব্দ করে পুলিশ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও মাছ এতিমখানায় প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুতুরপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম সহ নৌ পুলিশের অন্যান্য সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.