ঢাকার নবাবগঞ্জের মাদক সম্রাট পিন্টুকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (১২ অক্টোবর) রাত ১০টায় দোহার উপজেলার কাজীরচর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পিন্টু নবাবগঞ্জ উপজেলার বৈকন্ঠপুর (বাগমারা) গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও দোহারের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দোহারের কাজীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩’শ পিস ইয়াবা ও ২ হাজার পুরিয়া হেরোইনসহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, গ্রেপ্তারকৃত পিন্টুর বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, পিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুধু মাদকের ব্যবসা করেই কোটিপতি বনে গেছে সে। এলাকায় তার রয়েছে মাদকের সিন্ডিকেট। দোহার ও নবাবগঞ্জে বিস্তার করেছে তার মাদকের ব্যবসা। এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করলেও ভয়ে কেউ মুখ খুলতে পারে না। পিন্টু গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.