বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (১৪২৫ ও ১৪২৬) পেলেন ঢাকার নবাবগঞ্জ নিপু ট্রেডার্সের মালিক অনুপম দত্ত নিপু।
বুধবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে ১০টি ক্যাটাগরিতে ৪৪ জন ব্যক্তিকে ও প্রতিষ্ঠানকে কৃষি খাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদাণ করেন। অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি মন্ত্রাণালয়।
পরে অনুষ্ঠানের অতিথী কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন নিপু।
অনুপম দত্ত নিপু উপজেলার “সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের” সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মানবেন্দ্র দত্তের একমাত্র ছেলে।সে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল এলাকায় দীর্ঘদিন যাবত কৃষি কাজে কর্মরত আছেন। এরআগেও তিনি দুইবার নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কৃষকের পুরষ্কার অর্জন করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.