ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ষোল কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
কেরানীগঞ্জ র্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ও উপ মহাপরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন শুক্রবার বিকেল পোনে ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- সেলিনা আক্তার (৫৫) ও মুক্তা আক্তার (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর এলাকায় দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ষোল কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.