ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ বাজারে অভিযান চালিয়ে মনির কশাই নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে পাতিলঝাপ বাজার থেকে তাকে আটক করা হয়।
নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মনির ওই এলাকার মৃত ফকির চাঁনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মনির কশাই দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। সে ঐ এলাকার মাদকের সব চেয়ে বড় ডিলার নামে পরিচিত। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার বিকেলে তাকে ধরতে ওঁৎ পেতে থাকে। মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে ধরে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ২৫০ গ্রাম গাঁজা ও তার সাথে থাকা মাদক বিক্রির ২০ হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, মনির কসাইকে মাদক আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.