ঢাকার কেরানীগঞ্জে ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী এক গৃহবধু (২৫)। বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভুক্তভোগী হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি (মামলা নং-৬২) দায়ের করে। সে রাজধানীর যাত্রাবাড়ি থানার মিরহাজীরবাগ এলাকার আজিজুল হকের বাড়ির ভাড়াটিয়া।
মামলার আসামিরা হলেন, তোফাজ্জল (৪০), ইসহাক (৩৮), ও নিলা আক্তার(১৯)। এদের মধ্যে নিলা আক্তার ভুক্তভোগী নারীর পূর্ব পরিচিত ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর মামলার ৩ নম্বর আসামি নিলা আক্তার মামলার আসামি তোফাজ্জল ও ইসহাক মিয়ার কাছে পূর্বের কিছু ধারের টাকা আনতে যায়। সাথে ধর্ষণের শিকার ওই নারীকে নিয়ে যায়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডার মোল্লা বাজার খেয়া ঘাটের পাশে একটি ইটভাটায় নিয়ে যায়। পরবর্তীতে ধর্ষণের শিকার নারীকে সেখানে রেখে নীলা আক্তার কৌশলে পালিয়ে যায়। এরপর রাত আটটার দিকে আসামী তোফাজ্জল ও ইসহাক মিয়া ওই নারীকে জোরপূর্বক পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ধর্ষনের শিকার নারী মোবাইল ফোনে তার স্বামীকে ঘটনা জানালে রাত ১টার দিকে স্বামী গিয়ে স্ত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় এজাহারভুক্ত এক নম্বর আসামি তোফাজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply
You must be logged in to post a comment.