ঢাকার কেরানীগঞ্জে সোমবার বিকালে অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ তথ্য নিশ্চিত করেন (র্যাব-১০) এর মিডিয়াসেল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন। মো. রবিন (২৯) ও মো. রুবেল (৩০)।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশকিছু দিন যাবৎ কেরানীগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.