ঢাকার কেরানীগঞ্জে ১৪ মামলার অসামি ও প্রশাসনের তালিকাভুক্ত সন্ত্রাসী ধোপা বিল্লাল ছিনতাইকালে এলাকাবাসীদের গণপিটুনিতে নিহত হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার রাত ৮টায় থানার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর বেড়িবাধ রোডে ছিনতাই করার সময় এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে বিল্লাল মারা যায়। ধোপা বিল্লালের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও কেরানীগঞ্জ থানায় ডাইং ব্যবসয়ী রফিক আহমেদ হত্যাসহ ডাকাতি, ছিনতাই, অস্ত্র উদ্ধার ও মাদক সহ ১৪ টি মামলা রয়েছে।
তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানায়। বিল্লাল দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যাবসায় জড়িত ছিলো। সে র্যার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। রাত ৯ টায় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ নিহত বিল্লালের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদান্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপার কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.