ঢাকার দোহারে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। দোহার থানার আয়জনে বৃহস্পতিবার বিকেলে দোহার থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, দোহার থানা ওসি মোস্তফা কামাল, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দোহার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেপারী, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বাশার চোকদার, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, মুকদসপুর ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, নারিশা ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
এ সময় স্থানীয় সাধারণ জনগনের সাথে দোহারের আইন শৃঙ্খলা বিষয়ক নানাবিধ আলোচনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.