ঢাকার দোহারে মাহমুদপুর ইউনিয়নের কৃত্বি সস্তান ব্যারিস্টার জাকির হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। লন্ডনের লিংকনস্ ইন থেকে বার এট-ল ডিগ্রি অর্জন করা শুক্রবার বিকেলে উপজেলার মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষে থেকে বিদ্যালয় মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ব্যারিস্টার জাকির খান উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হাজী আবুল কাশেম খান এবং হাজেরা খানমের তৃতীয় সন্তান।
এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, সামাদ মাস্টার, সাংবাদিক আজাহারুল হক, আয়নাল খান, লতিফ খান, মোশাররফ পত্তনদার, ইন্জিনিয়ার মুক্তার খান, রেজাউল খান সহ আরও অনেকে।
ব্যারিস্টার জাকির খান তার বক্তব্যে বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এলাকার সবার। এলাকার অসহায় মানুষদের ভ্যাগের উন্নয়নে আমি সব সময় সর্বোচ্চ চেষ্টা করবো। বিপদে আপদে সকলের পাশে থেকে কাজ করে যাব।
Leave a Reply
You must be logged in to post a comment.