ঢাকার দোহার পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে দোহার পৌরসভার ২নং ওয়ার্ডের জনগণ। সোমবার রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের খালপাড় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
দেওয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভা মেয়র আলমাস উদ্দিন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা আওয়ামীলীগের সদস্য লায়ন আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা তাতীলীগের সভাপতি রমজান মল্লিক, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর বেপারী সহ আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেওয়ান আলমগীর।
Leave a Reply
You must be logged in to post a comment.