ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিঘিরপাড় এলাকার চার মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।
সাজাপ্রাপ্তরা হলেন মো. হানিফ, উজ্জল, আল-আমীন ও মো. আব্দুল্লাহ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিঘিরপাড় এলাকা থেকে মো. হানিফ, উজ্জল, আল-আমীন, ও মো. আব্দুল্লাহকে মাদকদ্রব্যসহ ও সেবন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, চার মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের কারাদন্ড দিয়েছে। সন্ধ্যায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, নবাবগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.