ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নারীদের স্বাবলম্বী গড়ে তুলার লক্ষ্যে বিভিন্ন বয়সী নারীদের নিয়ে বিনামূল্যে হ্যান্ড পেইন্ট ও ব্লক প্রশিক্ষণ অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় এ প্রশিক্ষণ দেয়া হয়।
কিভাবে নারী উদ্যোক্তা হওয়া যায় গাইড লাইন, প্রডাক্ট ব্রান্ডিং, মার্কেটিং ও উদ্যোক্তা দের জন্য বিশেষ মটিভেশনাল প্রগ্রামের আয়োজন করেছে নারীর ক্ষমতায়নে গ্রাম ভিত্তিক মোটিভেশনাল কার্যক্রম ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিত কলা একাডেমি (নাফা)।
প্রশিক্ষণে ৫০ জন নারী অংশগ্রহণ করে কাজ জমা দিয়ে সার্টিফিকেট ও পুরস্কার অর্জন করেন। প্রগ্রামটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইয়ারার প্রতিষ্ঠাতা ও নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি।
প্রশিক্ষণ প্রদান করেন ওয়্যার এন্ড স্মার্ট এর কর্নধার নারী উদ্যোক্তা সুমালীয়া আফ্রিন। উদ্যোক্তাদের গাইড লাইন শীর্ষক বিশেষ বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা বিলকিস চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম।
পরবর্তী ট্রেনিং আর্টিফিশিয়াল গহনা তৈরি অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ে।
Leave a Reply
You must be logged in to post a comment.