ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে আবু সাঈদ (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ী পটুয়াখালী জেলার পশ্চিম আউলিয়াপুর গ্রামে।
বুধবার ( ২৪ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাবিবনগর এলাকায় রফিক মিয়ার নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এসময় নিহতের সাথে কাজ করা শ্রমিকরা জানান, নির্মাণাধীন ভবনে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আর দুর্ঘটনার পর ভবন মালিক রফিক মিয়া কোন প্রকার সাহায্য না করে মোবাইল ফোন বন্ধ করে গাঁ ঢাকা দিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হাবিবনগর এলাকায় কাজ করতে গিয়ে পাচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.