1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার • PRIYOBANGLANEWS24
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন

নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৮২১ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক অটোরিকশা (ইজিবাইক) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার এসআই মো. ছামিউল ইসলাম জানান, উপজেলার কৈলাইল ইউনিয়নের উত্তর কৈলাইল এলাকার একটি জমির উঁচু ভিটা থেকে শুক্রবার দুপুর দেড়টায় লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত মো. রাজিব (১৯) ওই এলাকার মো. সেন্টু মিয়ার ছেলে। ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালিয়ে জীবনধারণ করতো সে।

এসআই ছামিউল জানান, ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের গলায় বৈদ্যুতিক তার পেছানো ছিল। তাকে তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে। তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান