ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ সদর দপ্তরের হল রুমে আলোচনা সভার মধ্যে দিয়ে ২০২১-২২ অর্থ বছরের সরকার ঘোষিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে থেকে তিন ক্যাটাগরি থেকে ৩ জনকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর পরিচালনা পর্ষদ সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন।
সভায় আরও উপস্থিত ছিলেন গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আজিম, ডিজিএম সুশান্ত রায়, এজিএম মুমিনুল ইসলাম, এজিএম সালাউদ্দিন, এজিএম তারেক হাসান।
এই বছর শুদ্বাচার পুরস্কার পান এজিএম তারেক হাসান, বিলিং সুপারভাইজাট শহর বানু, লাইনম্যান রবিউল আওয়াল।
Leave a Reply
You must be logged in to post a comment.