1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক-৫ • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক-৫

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৪৮ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ৫জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলাকোপায় হাড়ভাঙ্গা ব্রিজের ঢাল থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, আশরাফ আলী ভুলু, কাজী আরিফ বিপুল, কামরুজ্জামান, জুলহাস মোল্লা ও মো. সেলিম।

সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছিল নবাবগঞ্জ ঢাকা জেলা বিএনপি।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন বলেন, আটককৃতদের যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, সারা দেশের ন্যায় বিএনপির ডাকা কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলকে পুলিশ বাঁধা দেয় এবং অন্যায় ভাবে তারা ৫ জনকে আটক করে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান