1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে নিউ ইউরো ফাষ্টফুড বেকারীকে লাখ টাকা জরিমানা • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে নিউ ইউরো ফাষ্টফুড বেকারীকে লাখ টাকা জরিমানা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৪২০ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছোট বক্সনগর এলাকায় নিউ ইউরো ফাষ্টফুড বেকারীতে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম।

এ সময় বেকারীতে অস্বাস্থ্য পরিবেশ ও খাবারে ক্ষতিকর দ্রব্য ব্যবহার করার অপরাধে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছোট বক্সনগর এলাকায় নিউ ইউরো ফাষ্টফুড বেকারীতে অস্বাস্থ্য পরিবেশে ও অনুমোদনহীন ফাষ্টফুড খাবার তৈরি করে আসছিলো যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ভোক্তাঅধিকার আইনে রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেকারীর মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, উপজেলার বিভিন্ন খাবারের দোকান ও বেকারী গুলোতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান