ঢাকার কেরানীগঞ্জে ইয়াসিন বাহিনী কর্তৃক বাড়িঘর দখল ও মারধরের অভিযোগে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভূক্তভোগী পরিবার।
রবিবার (২৪জুলাই) দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় ঘন্টাব্যাপী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
ভুক্তভোগী শহিদুল ইসলামের অভিযোগ, পরিবারসহ দীর্ঘ ৫০ বছর যাবত কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাড়িটিতে আমরা বসবাস করছি, তাছাড়া আদালতে এই সম্পত্তির উপর একটি মামলা ছিল, সেই মামলায়ও আমরা রায় পেয়েছি। মামলায় হেরে গিয়ে ইয়াসিন শনিবার সকালে তার বাহিনী নিয়ে আমাদের ওপরে হামলা চালিয়ে জোরপূর্বক বাড়িঘর দখল করে নেয়।
এ ঘটনায় রুনা বেগম, মন্টি বেগম, ওয়াসিম, সালমান, পায়েল বেগম, পলি বেগমসহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইয়াসিন বলেন, ঘটনাটি সঠিক নয় আমি এবং আমার পরিবার এই জমির মূল মালিক আমাদের কাছে সকল কাগজপত্র রয়েছে। একটি মহল আমাদের জমিটি দখল করে রেখেছে। তাদের দখল ছাড়তে বলায় তারা নিজেরা মারামারির ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চালানোর চেষ্টা করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.