মুজিববর্ষ উপলক্ষ্যে আগামীকাল (২১ জুলাই) গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনা করবেন। ওই দিন কেরানীগঞ্জ উপজেলায় ১৫ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকমর্তা মেহেদী হাসান।
বুধবার (২০ জুলাই) সকালে কেরানীগঞ্জ উপজেলা কনফারেন্সরুমে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে প্রধম পর্যায়ে ৫ টি পরিবারকে, দ্বিতীয় পর্যায়ে ৫০ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। আর তৃতীয় পর্যায়ে ১৫ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। সব মিলিয়ে কেরানীগঞ্জ উপজেলায় মোট ৭০ টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর এ উপহার।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিন সহকারী কমিশনার ভূমি আবু রিয়াদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.