1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নির্মল রঞ্জন গুহের শেষকৃত্য সম্পন্ন • PRIYOBANGLANEWS24
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন

নির্মল রঞ্জন গুহের শেষকৃত্য সম্পন্ন

রির্পোটারের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৮৩ বার দেখা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এছাড়া একইস্থানে শোক সভার আয়োজন করা হয়। শুক্রবার ঢাকার দোহার উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

শোক সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহা উদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাবেক আইজিআর খান মো. আব্দুল মান্নান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন সহ প্রয়াত নেতা নির্মল রঞ্জন গুহের স্ত্রী আলো রানী গুহ, দুই পুত্র, মা, ভাই ও বোনসহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খিরা।

শোক সভা সঞ্চালনায় করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ।

বৃহস্পতিবার দোহারের বাস্তা গ্রামের নিজ বাড়িতে শ্রাদ্ধক্রীয়া সম্পন্ন হয়। শুক্রবার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেষকৃত্য অনুষ্ঠানে মৎস্যমুখীর আয়োজনে বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৮ হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান