1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নাফার ২য় শাখা উদ্বোধন • PRIYOBANGLANEWS24
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

নবাবগঞ্জে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নাফার ২য় শাখা উদ্বোধন

রির্পোটারের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সংস্কৃতি সমৃদ্ধির লক্ষ্যে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নাফার ২য় শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

সভাপতিত্ব করেন নাফার সভাপতি সফিউর রহমান তোতা। এ শাখা উদ্বোধন করেন চলচিত্র অভিনেতা জামিলুর রহমান শাখা। এ সময় নাফার পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নাফার এই শাখায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নাচ, গান, ছবি আঁকা, তবলা, গিটার আবৃতি, অভিনয় শেখানো হবে।

জামিলুর রহমান শাখা তার বক্তব্যে বলেন,শিশুদের সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই। দীর্ঘ ২৩ বছর যাবত নাফা নবাবগঞ্জে প্রচুর শিল্পী উপহার দিয়েছে। তিনি নাফাকে ধন্যবাদ জানান।

মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা ছড়িয়ে দিব সারা বিশ্বে এই শ্লোগানে ১৯৯৯ সালে ঢাকার নবাবগঞ্জ এ একটি পুর্নাঙ্গ একাডেমিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নাফা যাত্রা শুরু করে। একাডেমিক সিলেবাস ভিত্তিক তত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ, পরীক্ষা গ্রহন সার্টিফিকেট প্রদান, দক্ষ শিল্পী হিসেবে গড়ে তোলা ও সাংস্কৃতিক শিক্ষক হিসেবে কর্মসংস্থান সহ বছর জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব উদযাপন বিনামূল্যে শুদ্ধ ভাবে জাতীয় সংগীত ও পতাকা অংকন প্রশিক্ষণ প্রদান বিনামূল্যে নারী উদ্যোক্তাদের জন্য হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নাফা।

নাফার সাধারন সম্পাদক সায়মা রহমান তুলির সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি ও ছাত্র ছাত্রী এবং নাফা পরিবার ও নাফার সার্বিক ব্যাবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা। শেষে নাফার প্রধান কার্যালয়ের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান