ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর মহাপরিদর্শক (ডিআইজি) মাহ্ফুজুর রহমান বুধবার বিকেলে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
বুধবার পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মোঃ বাচ্চু মিয়া (৪৫) ও মোঃ মনির হোসেন (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বুধবার বেলা পোনে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে প্রথমে বাচ্চুকে ২০ কেজি গাঁজাসহ ও দুপুর পোনে ২টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মনিরকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.