ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঁকুবাহী একটি লরির নিচে চলে গেলে লরি চাপায় অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোঃ আবজাল হোসেন জানান, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার সার্ভিস সড়কে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাঈম (২৫), তমাল (১৮), জুনাইদ (২৩), সামাদ (২০) ও জনি (২৮)।
ওসি আবজাল জানান, রাতে অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে ওই এলাকার সার্ভিস সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভেঁকুবাহী একটি লরির সামনের অংশের নিচে চলে যায়। এতে লরি চাপায় সিএনজির চালকসহ চারজন ঘটনাস্থলে ও গুরুতর আহত দুইজনকে ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ শুক্রবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, লরি ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি আমাদের হেফাজতে রয়েছে ও এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.