ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বড় গোবিন্দপুর এলাকায় খালের পানিতে ডুবে আল-আমীন (৭) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার জুমা নামাজের আগে খালের পানি থেকে মৃতের লাশ উদ্ধার করে স্বজনরা। বালুরচর টুকনীকান্দা শাহী জামে মসজিদ মাদ্রাসায় নার্সারীতে পড়াশুনা করতে আল-আমীন।
মৃত আল-আমীন উপজেলার দিঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায় আল-আমীন গত বৃহস্পতিবার পাইকশা সোনাতলা নানা বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় আল-আমীন। বাড়িতে ফিরতে দেরী দেখে স্বজনরা খুঁজতে বের হয়। অনেক খোঁজাখোঁজির পর খালের পানি থেকে আলআমীন কে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বলেন, মৃতের বিষয়ে এ পর্যন্ত থানায় কেউ জানায়নি।
Leave a Reply
You must be logged in to post a comment.