ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সমিতির সদর দপ্তরের কনফারেন্স রুমে পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মজিবুর রহমান, দোহার জোনাল অফিসের ডিজিএম সুশান্ত রায়, বান্দুরা সাব জোনাল অফিসের এজিএম সালাউদ্দিন আহমেদ স্ব স্ব অফিসের মাসিক প্রতিবেদন তুলে ধরেন। আগামী এক মাসের বিভিন্ন দপ্তরের কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মজিবুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, সচিব আলিম বিশ্বাস, কোষাধক্ষ্য শহিদুল ইসলাম, পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন সুরুজ, খাদিজাতুল কুবরা, তাহমিনা জিয়াসমীন বিথী, সামসুল আলম খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.