ঢাকা জেলার কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখকগনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষন কর্মসূচি পালন করা হয়। এসময় দলিল লেখকদের হাতে-কলমে প্রশিক্ষন দেওয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার রেজিস্ট্রার সাবেকুন নাহার, মডেল থানার সাব-রেজিস্ট্রার মোঃ ওসমান গনি, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, দক্ষিন থানার সাব-রেজিস্ট্রার মোঃ শারজাহান, নকল নবিস মোঃ আলম মিয়া ও খলিলুর রহমানসহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.