শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুইদিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে এ মেলার আয়োজন করেন ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিস।
মেলা উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভা করা হয়।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি অরুন কৃষ্ণ পাল।
ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিস উপপরিচালক নাসিমা খাতুন ও সহকারি তথ্য অফিসার রহিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম, প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আহমেদ, সহকারি শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিস পরিচালক কাজী গোলাম আহাদ।
উপস্থিত ছিলেনস উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার বৃন্দ, এনজিও কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষর্থীরা।
আগামী বৃহস্পতিবার বিকেলে এ মেলা শেষ হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.