ঢাকার দোহারে যুবলীগ কর্মীকে হাতুড়িপেটা করার ঘটনার অভিযুক্ত যুবলীগ নেতা নুরুজ্জামান মোড়লের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি মাহমুদপুর ইউনিয়নের চর লটাখোলা মাছের খামার থেকে শুরু করে জয়পাড়া থানার মোড় হয়ে সরকারি হাসপাতালের ভিতর গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে মহিলাদের হাতে ঝাড়ুও দেখা যায়। অভিযুক্ত নুরুজ্জামান মোড়লকে দ্রুত আটক করে বিচারের দাবি জানান তারা।
এর আগে গতকাল বুধবার ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা এলাকায় পাওনা টাকা না দেওয়ায় যুবলীগ কর্মী মুসলেম বেপারীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠে ওই ইউনিয়নের যুবলীগের সাবেক আহবায়ক নুরুজ্জামান মোড়লের বিরুদ্ধে। বুধবার এ ঘটনায় আহত যুবলীগ কর্মী মুসলেম বেপারীকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যুবলীগ কর্মী মুসলেম জানান, কয়েক মাস আগে তিনি নুরুজাজ্জামান মোড়লের নিকট থেকে ৬ মাসের কথা বলে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্ত এখনো ৬ মাস হয়নি৷ এরই মধ্যে ঈদের দু দিন আগে নুরুজ্জামান তার কাছে ফেরত চান। তিনি নুরুজ্জামনাকে জানান, এখনো ৬ মাস হয়নি আর এখন তার কাছে টাকাও নেই৷ সময় হলে টাকা ফেরত দিবে৷ তখন নুরুজ্জামান তাকে হুমকি দেন।
তিনি আরো জানান, আজ দুপুরে আনোয়ার বেপারী তাকে ফোন দিয়ে বলেন, নুরুজ্জামান তোমার বাড়িতে এসেছে তুমি এখনই আস। মুসলেম নিজ বাড়িতে এলে নুরুজ্জামানের নেতৃত্বে ১২/১৫ জন তাকে হাতুড়িপেটা করেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র চাপাতি, রামদা দিয়ে আঘাত করতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় মুসলেমদের বাড়ি ঘর কুপিয়ে রেখে যায়।
বুধবার বিকেলে আহত মুসলেম বেপারীর বড় বোন মাছেনা বাদি হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.