ঢাকার নবাবগঞ্জ হাসিবা পোখরাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলা ইমাম পরিষদের মাঝে ঈদের উপলক্ষে আর্থিক অনুদানের টাকা প্রদান করেছে।
রবিবার বেলা এগারোটায় কলাকোপা ইউনিয়ন কমপ্লেক্স ভবনের হলরুমে কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিলের সভাপতিত্বে হাসিবা পোখরাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা কেএস আলম পোখরাজ ও হাসিবা পোখরাজের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে আর্থিক অনুদানের টাকা তুলে দেন তাদের একমাত্র সন্তান আদনান খন্দকার। কলাকোপা ইউনিয়নের প্রায় শতাধিক ইমামদের মাঝে এই আর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন খন্দকার আবু হাসান সবুজ, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফেজ উদ্দিন, জসিম উদ্দিন প্রমূখ।
Leave a Reply
You must be logged in to post a comment.