ঢাকার দোহার উপজেলার নয়াবাড়িতে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ‘নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশন’। রোববার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫৬৫ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, চিনি, সেমাই, তেল, আলু, পিয়াজ, লবন ও একটি করে মুরগী দেওয়া হয়।
নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের কার্যকারী সদস্য ফারুক হোসেন এর সভাপতিত্বে ও আঃ কাদের দিপু শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী ফাউন্ডেশের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, মনির হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ শামীম হোসেন (আছুরউদ্দিন), ত্রাণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক উপদেষ্টা নজরুল ইসলাম লিটন, লাভলু দেওয়ান, শেখ আব্দুল রশিদ, সদস্য মগবুল খান, ফারুক মোল্লা ও জুলহাস হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াৎ হোসেন নান্নু, দোহার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সসম্পাদক শহিদ খান, ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবীবুর রহমান জনী, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এর আগে নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি আমিরুল ইসলাম ঝিলু, সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, মনির খান, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, দেলোয়ার হোসেন, ফরহাদ হোসেন, সহকারী ত্রাণ বিষয়ক সম্পাদক মীর শাহিন, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পদক মারুফ খান, প্রবাসী সম্পাদক আবুল হোসেন ও প্রচার সম্পাদক জসিম খান ফেসবুক লাইভে অনুষ্ঠানে যুক্ত হন।
Leave a Reply
You must be logged in to post a comment.