ঢাকার নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে অলোচনা করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসতম। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন।
পরে দেশ ও জনগণের মঙ্গলকামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য হারুন উর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবন্য ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ড. সাফিল উুদ্দিন মিয়া, মোহাম্মদ আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, মো. ইব্রাহিম খলিল, এমএ বারী মোল্লা বাবুল, বশির আহমেদসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply
You must be logged in to post a comment.