ঢাকার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘মৌড়া একতা যুব সংঘ’ নামে একটি সেবামূলক সংগঠন। শুক্রবার মৌড়া গ্রামের শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এবার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
জানা যায়, ২০১৭ সালে মানবসেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় মৌড়া একতা যুব সংঘ। প্রতিষ্ঠালঘœ থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি।
Leave a Reply
You must be logged in to post a comment.