ঢাকার কেরানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদের ব্যক্তি উদ্যোগে ভাকুর্তা ইউনিয়নের ৫৩টি মসজিদ উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিটি মসজিদ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেয় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা শায়েম মাহবুব মোফাজ্জল, বীর মুক্তিযোদ্ধা শারজাহানসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়াামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
পর্যায়ক্রমে ভার্কুতা ইউনিয়নের সব’কটি মসজিদে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের ব্যক্তিগত পক্ষ থেকে এ অনুদান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.