আমেনা আক্তার। বয়স মাত্র ৯ বছর। স্থানীয় একটি কিন্ডারগার্টেনে ৩য় শ্রেণিতে পড়াশোনা করে। গত দুই বছর ধরেই রোজা রাখছে। তবে এবারই প্রথম সবকটি রোজা রেখেছে এ শিশু। বুধবার (২৭ এপ্রিল) পর্যন্ত তার রোজা হয়েছে ২৫টি। বাকি রোজাগুলোও (৩০টি) রাখবে বলে জানিয়েছে সে।
তার বাড়ি ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদী এলাকায়। সে ওই এলাকার কুয়েত প্রবাসী ইশতাক মোল্লার মেয়ে।
আমেনার কাকা মোস্তাক আহমেদ বলেন, ‘চৈত্র মাসে এবার রোজা শুরু হয়েছে। অনেক প্রাপ্ত বয়স্ককরাও রোজা রাখে না। সে দিকে আমার ভাতিজী আমেনার মতো শিশু সব রোজা রাখছে এটা আমাদের পরিবারের জন্য আনন্দের। আমি সবসময় উৎসাহ দিয়ে থাকি’।
আমেনা আক্তার জানায়, রোজা রেখে তার দারুণ ভালো লাগছে। সব রোজা রাখতে পেরে সে খুব খুশি। কিছুটা কষ্ট হয়েছে। ক্ষুধা লেগেছে। তবু রমজান দারুণভাবে উপভোগ করছে ও। ওর কাছে সাহরি ও ইফতার খাওয়া অনেক আনন্দের বিষয়। এজন্য সবার কাছে দোয়া চেয়েছে সে।
Leave a Reply
You must be logged in to post a comment.