1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
কেরানীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:০০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১০ এর উপ-মহা-পরিদর্শক মাহ্ফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার স্বর্ণকুঞ্জ আবাসিক এলাকা থেকে ওই দুই যুবককে আজ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- কামাল হোসাইন (৩৮) ও মোঃ টিপু (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায়
একটি অভিযান পরিচালনা করে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ৫টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে।

মাদক আইনে মামলা দিয়ে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা করা হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান