1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
দোহার ও নবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন

দোহার ও নবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৪ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক ভাবে মঙ্গল শোভাযাত্রা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা করা হয়। শেষে শিল্পকলা একাডেমি নবাবগঞ্জ শাখার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু।উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, একেএম মুনিরুজ্জামান তুহিন, ওসি সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান