ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীতে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুল্কা তিথি অনুযায়ী শনিবার ভোর থেকে উপজেলার আগলা স্নানঘাটা, নতুন বান্দুরা, গোবিন্দপুর, কলাকোপা, হরিষকুল, বাগমারা, বক্সনগর এলাকার ইছামতি নদীর তীরে কয়েক হাজার পূণ্যার্থীর আগমন ঘটে। স্নান উপলক্ষে আগলা বাগবাড়ি, নতুন বান্দুরা বাজার ও হরিষকুল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মেলা বসে।
সনাতন ধর্ম মতে, পূণ্যার্থীরা পাপমুক্তির আশায় ফুল, বেলপাতা, ধান, দুর্বা, ডাব ও আমের পঞ্চপত্রসহ বিভিন্ন উপাচার নিয়ে মন্ত্র পড়ে স্নান করেন।
নতুন বান্দুরা স্নান ঘাটে আসা নারী পূণ্যার্থীদের ভিজে কাপড় পরিবর্তনের জন্য কক্ষের ব্যবস্থা করে দেন নতুন বান্দুরা বাজার কমিটি, দুর্গা ডেকোরেটর ও মৈত্রি হিন্দু কো-অপারেটিভ এনজিও। তাছাড়াও পূণ্যার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষাসহ মিষ্টি, জল ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.