1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে মাটি ব্যবসায়ীকে ২৫ দিনের কারাদণ্ড, ভেকু মালিককে জরিমানা • PRIYOBANGLANEWS24
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন

নবাবগঞ্জে মাটি ব্যবসায়ীকে ২৫ দিনের কারাদণ্ড, ভেকু মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৩৪২ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মঞ্জুর হোসেন নামে এক মাটি ব্যবসায়ীকে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর মালিক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কোঠাবাড়ি চকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর (৪) ধারার অপরাধে ১৫(১) ধারায় একজনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ধারায় আরো একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, কৃষি জমির মাটি কোন ভাবেই কাটতে দেওয়া হবে না। কেউ অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করলে আটক করে আইনের আওতায় আনা হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান