কেরানীগঞ্জে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা পুলিশের আয়োজনে বুধবার বেলা ১২ টায় ঘাটার চরে ও বিকেল ৪ টায় কদমতলীতে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের কার্যালয়ে দুটি আলাদা আলাদা সভা অনুষ্ঠিত হয়।
সভায় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুরো রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতরে সাধারন মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মতামত প্রকাশসহ কার্যকরী বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। এসময় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিসি, নগর, সুগন্ধা, ও প্রজাপতি পরিবহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিসহ ৪ শতাধিক মানুষ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ হুমায়ূন করীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবদুল্লাহ হিল কাফি, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক ইন্সপেক্টর পিজুষ মালোসহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.