কেরানীগঞ্জে তথ্য প্রযুক্তির সহায়তায় গণধর্ষন মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে গাজীপুর মেট্রো এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কেরানীগঞ্জ মডেল থানার এমারগাঁও এলাকার হাবুল মিয়ার ছেলে আল-আমিন (২৫) ও একই এলাকার সমু মিয়ার ছেলে কালাচান (৩৫)।
মামলা সূত্রে জানাগেছে, গত বছরের ১২ আগষ্ট কেরানীগঞ্জ মডেল থানায় গণধর্ষন মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। মামলা নং-১৯ যার ধারা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) ৯ (৩) (পালাক্রমে ধর্ষন) সহ পর্নোগ্রাফি আইনের ৮(১২)।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের দিক নির্দেশনায় ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীররের তথ্য প্রযুক্তির ব্যাপক সহায়তায় আসামীদের গাজীপুর মেট্রো এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় পালাক্রমে গনধর্ষনের কথা স্বীকার করেছে।
স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার জন্য আসামীদের কোর্টে প্রেরন করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.