ঢাকার নবাবগঞ্জে ২০২০ সালের পহেলা জানুয়ারী মানব সেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় সেবামূলক সংগঠন ‘সমাজ কল্যাণ ফান্ড’।
প্রতিষ্ঠালঘ্ন থেকেই সংগঠনটি অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় মাহে রমজান উপলক্ষে ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (১ এপ্রিল) সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল হাজী মার্কেটে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
পরে প্রতিনিধিরা জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, শিকারীপাড়া, নয়নশ্রী, হরিরামপুরের ধুলশুড়া, মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ও দোহারের নয়াবাড়ি ইউনিয়ন সহ ৪৪টি গ্রামের ৬০০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন।
এসময় সংগঠনটির সহ-সভাপতি জামাল দেওয়ান, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ তামজিদ সুজন, সহ-কোষাধ্যক্ষ উজ্জল মোল্লা, ত্রাণ বিষয়ক সম্পাদক কহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.