মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে দেশপ্রেম জাগ্রত করতে জাতীয় পতাকা অঙ্কন, জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ ও সদন বিতরণ করেছেন নবাবগঞ্জ ললিত কলা একাডেমী (নাফা)।
শনিবার বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় পতাকা অঙ্কন প্রশিক্ষণ দেয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। সনদ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ।
নাফার সভাপতি শফিউর রহমান তোতা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইস উদ্দিন মিলন, প্রধান শিক্ষক শেখ মো. কামরুজ্জামান, পরিবেশ কর্মী মোতাহারুল ইসলাম, নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা, শিক্ষক মো. আল মেরাজ প্রমুখ।
বিকাল ৩টায় নাফার উদ্যোগে নবাবগঞ্জ গালর্স পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে সববয়সীদের জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ দেয়া হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.