ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ক্রীসকপ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কমকতা ও কর্মচারীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। ভলিবল, ক্রিকেট, লুডু, দাবা, রশি টানাটানি, তাস, পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পল্লীবিদ্যুৎ সমিতি-২ ক্যাম্পাসে।
ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও ক্রীসকপের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন। তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক ও সমিতি বোর্ডের সচিব মোঃ আলীম বিশ্বাস, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম , মহিলা পরিচালক খাদিজাতুল কুবরা, তাহমিনা জিয়াসমীন বিথী সমিতির বিভাগীয় কর্মকর্তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.