1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান • PRIYOBANGLANEWS24
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন

নবাবগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ওয়াছেক মিলনায়তনে উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

প্রধান আলোচক ছিলেন, সাবেক গণপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবু মো. সুবিদ আলী টিপু।

এছাড়া আলোচক ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহ আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ। শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান