1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার দলীয় প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল, আ’লীগ নেতা শাহিন খান, এজাজ আহমেদ পান্না, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি খালিদ হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফূল বারী শান্ত, শ্রমিকলীগ নেতা মো. রাশেদ খান, স্বেচ্ছাসেবলীগ নেতা সুজন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা নাহিদুল আলম নাদিমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।

নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় কেক কেটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান