1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ২৭ জুন ২০২২, ০৯:২৯ অপরাহ্ন

নবাবগঞ্জে করোনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৩ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জোৎস্না মন্ডল (৫৫) নামে এক নারী মারা গেছে। তিনি আজ রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত জোৎস্না মন্ডল উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শৈল্লা গ্রামের গোবিন্দ মন্ডলের স্ত্রী।

নবাবগঞ্জ উপজেলা সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপু জানান, জোৎস্না মন্ডল করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বর নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থান অবনতি হলে ১৮ সেপ্টেম্বর তাকে ঢাকা মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর ৪টা মারা যান তিনি।

পরে সকালে উপজেলা সৎকার টিমের সদস্য কলাকোপা শ্মশানে মৃত দেহ সৎকার করেন। উপস্থিত ছিলেন সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপুম, বাসুদেব শীল, অর্জুন দাস, গনপতি বাড়ৈ, চিত্ত দাস, মিঠুন বাড়ৈ,, অমল দাস, সুধির শীল।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান