1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
৯৯৯-এ ফোন করে ধর্ষককে ধরিয়ে দিলেন গৃহবধূ • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন

৯৯৯-এ ফোন করে ধর্ষককে ধরিয়ে দিলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৬৯০ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার এক গৃহবধূ ৯৯৯-এ ফোন করে নিজের ধর্ষককে ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নবাবগঞ্জ থানার এএসআই সোরহাব হোসেন জানান, এ ঘটনায় সোমবার সকালে ভিকটিম (২৫) নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার শেখ সোহেল রানা (৩৮) ভুক্তভোগী ওই নারীর নিকট আত্মীয়। সে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি গ্রামের মাদবর বাড়ির শেখ আজর আলীর ছেলে। সে আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের নেতা বলে জানা যায়।

এএসআই সোহরাব জানান, রোববার রাতে ওই গৃহবধূ রাত ১টার দিকে সে নিজেই ৯৯৯-এ ফোন করে অভিযোগ করে বলেন তার নিকট আত্মীয় সোহেল তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই গ্রামে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে।

পরে সোমবার মামলার পর সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এছাড়াও ভুক্তভোগী ওই যুবতীকে ডাক্তারী পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসআই সোহরাব।

এরআগেও তার বিরুদ্ধে নারীদের হয়রানির অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান