1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
কেরানীগঞ্জে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তারা পেল প্রনোদনা ঋণ • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তারা পেল প্রনোদনা ঋণ

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
  • আপডেটের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে।

“উন্নত পল্লী, উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই শ্লোাগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তরা পেল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণ।

সোমবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কেরানীগঞ্জ, ঢাকা এর উদ্যোগে এ ঋণ প্রদান করা হয়। এসময় কেরানীগঞ্জ উপজেলার ১২ জন ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাকে মোট ২৯ লক্ষ ৫০ হাজার টাকা ৪% সার্ভিস চার্জে ২ বছর মেয়াদী ঋণ হিসাবে বিতরণ করা হয়। উদ্যোক্তাগন ১৮ টি সমান মাসিক কিস্তিতে উক্ত ঋণ পরিশোধ করবেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (গ্রেড-১)এর মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিন থানা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নি, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিমিটেডের সভাপতি আব্দুর রউফ শাহীন, বিআরডিবি মহাপরিচালকের একান্ত সচিব সাদিকুর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, ঢাকা জেলা বিআরডিবির উপপরিচালক গোলাম ছারুয়ার মোস্তফাসহ উপজেলা বিআরডিবির কর্মকর্তারা।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান